
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে (পাঁচ) লিটার চোলাই মদ সহ সাজু বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার ৬ অক্টোবর সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর (বেপারী পাড়া) গ্রামের সাজু বেপারী এর পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের দক্ষিণ পাশের কক্ষে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ আক্কাস আলী শেখ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
উল্লেখ্য,চোলাই মদ স্থানীয়ভাবে অবৈধভাবে তৈরি ও বিক্রি হওয়ায় এলাকায় এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।