মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুর তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে চেয়ারম্যানের হুকুমে এক ব্যবসায়ীর দোকান ঘরের তালা কেটে আসবাবপত্র ভাঙচুর সহ মালামাল জোর করে বেড় করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তারাগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার বাদী ভূক্তভোগী উত্তম কুমার জানান, দিনে দুপরে বে-আইনী ভাবে দলবদ্ধ হয়ে আমার দোকান ঘরের ভিতর প্রবেশ করে আমাকে মারপিটসহ চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দিয়ে আমার দোকানে থাকা অনুমান শাত লাক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় মেম্বার চেয়ারম্যানের লোকজন।
অভিযুক্ত আনিছুল ইসলাম বলেন, আমার দোকান ঘর ভাড়া দিয়েছিলাম উত্তম কুমার রায়কে দোকান ঘরের চুক্তিনামা শেষ হওয়ার পরেও ঘর না ছাড়ায় আমি ইউনিয় পরিষদের চেয়ারম্যান আল ইবাদৎ হোসেন পাইলটকে বিচার দেই। চেয়ারম্যান হুকুম দিলে ৬জন চকিদার সহ আমরা জোরকরে দোকান ঘরের আসবাবপত্র ও মালামাল বাহির করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।
তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম বলেন, চুরি ছিনতাই, মারপিট, হত্যার হুমকির ঘটনায় উত্তম কুমার নামে এক ব্যাক্তি মামলা করেছে। ঘটনাটি এসআই আব্দুল লতিফকে তদন্তর দায়িত্ব দেয়া হয়েছে।