গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হাইওয়ে সড়কের চারমাথায় সকাল আনুমানিক ১০টার দিকে পুলিশের একটি রেকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অটো রিক্সাকে চাপা দিলে ১জন নিহত ও ১জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীর হাট কোগারিয়া গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে রিক্সা চালক শাহিদ উদ্দিন(১৮) কে মৃত্যু ঘোষনা করেন।এ ঘটনায় সাতাইল বাতাইল গ্রামের আশাদুল নামে একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে রিক্সা চালকগন ও স্থানীয় জনগন ২ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচার দাবি করেন অবরোধকারীরা।
এ খবর শুনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা মোবাইলে বিক্ষুব্ধ রিক্সা চালকদের কথা বলে উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এসময় ঘটনাস্থলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, জেলা পুলিশের ডিআই-২ ইন্সপেক্টর আফজাল হোসেন, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মা,প্যানেল মেয়র-২ শাহিন আকন্দ,প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ খাইরুল বাসার নয়ন সহ শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষুব্ধদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করেন।