মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করেন। অসহায় গরীব ও কর্মহীন মানুষের মাঝে প্রতি প্যাকেটে চাল, মুড়ি, খেজুর, ছোলা, চিনি, তেল আলু, দেওয়া হয়। বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুহুল আমিন মিয়াজী সভাপতিত্বে ও মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুজ্জামান খাঁন (জিতু) চেয়ারম্যান, ৭নং ইমামপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন মুক্তি, বিশিষ্ট সমাজ সেবক (আমেরিকা প্রবাসী)।মো: রেজাউল করিম সরকার, আনিসুজ্জামান রুমি, মোস্তফা কামাল পাশা, হাজী তোজাম্মেল হোসেন সাবেক মেম্বার, আবুল হোসন ভুইয়া, আসাদ আলী বেপারী, ইয়াছিন বেপারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক, সিনিয়র সহসভাপতি মো: মুক্তার হোসেন, সহ সভাপতি মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আলমিন বেপারী প্রমুখ।
এসময় সভাপতি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দামের উর্ধগতির এই কঠিন সময়ে গরীব অসহায় ও মধ্যবিত্ত মানুষেরা বিপদের মধ্যে আছেন।ও সামনে পবিত্র রমজান উপলক্ষে আজ ২০০ জনকে মাথাভাঙ্গাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরন করলাম।আগামীতে পবিত্র ঈদূল ফিতর আসছে তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।