মোঃ রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
এ সময় রুবেল হোসেন ও ইউসুফ মন্ডল নামের দুই মাদক কারবারি ও একটি প্রাইভেটকারসহ মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত রুবেল হোসেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে ও ইউসুফ মন্ডল লেবু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।
মাদক দ্রব্যগুলো তারা গ্যাস সিলিন্ডারের ভেতরে ঢুকে পরিবহন করছিল।
এ বিষয়ে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
গোবিন্দগঞ্জের হিরক সিনেমা হলের কাছে এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৩, গাইবান্ধা।