মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন আলফাডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে বেড়িরহাট বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত শামিনুল হক ও এসআই ফরাদ শেখ এবং এসআই ফরহাদ মোল্যাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। প্রায় ২ ঘন্টা ব্যাপী বাজারে ঘুরে ঘুরে মনিটরিং করেন। চলমান বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এবং অন্যান্য সদস্যদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা সভা করার নির্দেশ দেন।
এবিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামিনুল হক সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানাতে নির্দেশনা দিয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন।
ক্রেতাদের উদ্দেশ্য তিনি আরও বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত জানাতে বলেন। অনিয়ম করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।