
সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: আজ ২০ই মার্চ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫ তম জন্মদিন আজ।
এরশাদের ৯৫ তম জন্মদিন উপলক্ষে বাদ আসর গাইবান্ধায় দোয়া মাহফিল ও কেক কেটে জম্মদিন উদযাপন হয়েছে।
গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে সহ সভাপতি হাসান কবীর তোতা, জাহিদুল ইসলাম ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সরকার মিঠুল, সাংগঠনিক সম্পাদক, আনোয়ারুল ইসলাম লেবু, আব্দুল রাজ্জাক মন্ডল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া, প্রচার সম্পাদক এসএম বাবলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল সরকার, যুগ্ম অর্থ সম্পাদক শাহ মুনছুর সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতাকর্মীরা এরশাদের বর্নাঢ্য সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে আলচনা করেন। তারা বলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বাংলাদেশের উন্নয়নের রুপকার। তার আমলে যে পরিমাণে এদেশে উন্নয়ন হয়েছে তা এদেশের মানুষ চিরকাল স্বরন করবে।
পরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম লেবু।