বিশেষ প্রতিনিধি: ঋণ নিয়ে খাবার হোটেল ব্যবসা করে কাস্টমারের বাকী টাকা না পেয়ে ঋণগ্রস্থ্য হয়ে সাহায্য চেয়েছেন হোটেল ব্যবসায়ী।
তিনি বলেন, আমার নাম মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ্ (৫৫), আমার বাড়ী ময়মনসিংহ সদরে, আমি স্কয়ার মাস্টারবাড়ী, ভালুকা, ময়মনসিংহ, ভাড়া বাসায় থাকি।
আমি ঋণ নিয়ে খাবার হোটেল ব্যবসা শুরু করে ছিলাম। কয়েক মাস ভালোই চলছিলো। হঠাৎ করেই আমার নিয়োমিত কিছু কাস্টমার বাকী টাকা পরিশোধ না করে পালিয়ে যায়। আমার ব্যবসা লোকসান হতে শুরু করে।
আমি একজন ষ্ট্রোক এবং অর্শ রুগী, টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পাচ্ছি না। আমি তেমন ভারী কাজ করতে পারি না। আমার পরিবারের সদস্য ৭জন, তাদের জন্য ঠিক মতো খাবার জোগার হচ্ছে না। আমার মেয়ে পাঁচ জন, আমার কোন ছেলে সন্তান নাই। তিন মেয়ে বিয়ে দিয়েছি, আরো দুইটি মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, একজন অনার্সে এবং আরেক জন বি.এস.এস এ অধ্যয়নরত। টাকার অভাবে বিয়ে দিতে পারছি না।
তাই, একটি অসহায় পরিবার আপনাদের সম্মিলিত প্রচেস্টায় স্বাবলম্বী হতে সক্ষম- ইনশাআল্লাহ। আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি। দয়া করে আমাকে সবাই সাহায্য করুন।
তিনি আরো বলেন, এই পবিত্র মাহে রমজানে যাকাত-ফিতরা দিয়ে আমাকে সাহায্য করুন এবং এমন কেহ আছেন ব্যাক্তি বা সংস্থা ? আমাকে একটি অটো রিক্সা গাড়ী কিনে দিয়ে স্বচ্ছলতা দাঁন করবেন- ইনশাআল্লাহ।
মহান আল্লাহু আপনাদের প্রতি সহায় হউক। দান করবেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রচারের জন্য নয়। আমি কোনো প্রতারক না। আমি অসহায় ও ক্ষতিগ্রস্থ্য। যাচাই করে সাহায্য করুন। আমাকে ডেকে পাঠাতে পারেন এবং কল করতে পারেন। আমার ফোন নাম্বার ও বিকাশ (পার্সোনাল) = ০১৮৩১-১৩৪১২১। আমার এন.আই.ডি নং -১৯৬৯৬১১৫২৪৭০০০০১০।