বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পর্যায়ে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি দের সাথে “শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার ভুমি আশরাফ আলী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন্দ, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার, মাধ্যমিক অফিসার আরিফা আক্তার। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলাম, দেওয়ানগঞ্জ একে এম কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা।
এতে বক্তব্য রাখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক প্রতিনিধি। মতবিনিময় সভায় প্রধান অতিথি শিক্ষার মান উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষকদের নিজ পেশার প্রতি বেশি করে মনোনিবেশ করার গুরুত্ব আরোপ করেন। শিক্ষাকে জাতির মেরুদন্ড হিসেবে উল্লেখ করে একে মজবুত করার তাগিদ দেন। শিক্ষার সার্বিক দিক বিবেচনায় জেলার সবচেয়ে দুর্বল উপজেলা হিসেবে দেওয়ানগঞ্জকে এগিয়ে নিতে শিক্ষকদের নির্দেশ দেন।