
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ ( বুধবার) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,পৌর মেয়র ফখরুজ্জামান মতিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুম্মান তালূকদার ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউছুফ আলী।
সভাপতিত্ব করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন।
অতিথি ছাড়াও ইফতার মাহফিলে ৩০ জন হাফেজ, আলেম সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যাংকার, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।