
মো: ফাহাদ আল-আবিদ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, মোঃ শারফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) সকালে কাওরাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বেলদিয়া ঈদগাহ মাঠে তিন শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজিজুল হক, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দুর্জয়, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান সহ কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।