
নাবিলা শারমিন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিল পাড়া বিহারী ক্যাম্প থেকে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে আদমজী সুমিল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের অখিল (৪২) এবং মৃত আশরাফের ছেলে রমজান (৩৫)।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আদমজী বিহারী ক্যাম্প এলাক অভিযান চালালে; আসামিদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে তারা। এরা উভয়ে সক্রিয় মাদক কারবারি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।