মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে সংঘর্ষে টেটাঁবৃদ্ধ সহ নারী-পুরুষ ৬/৭ জন আহত হয়েছে।বুধবার ৩ এপ্রিল দুপুর টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গুদারা ঘাট এলাকায় সোহরাব গ্রুপ ও শাহজালাল গ্রুপের মাঝে এ ঘটনা ঘটে।ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোহরাব গ্রুপের আহতরা জুবায়ের আলম রানা(২৭)পিতা:-সোরহাব নাদিম হোসেন(২৮)পিতা:-তাহের বেপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহজালাল গ্রুপের আখি বেগম(৩৬)স্বামী নূর নবী তাসলিমা বেগম(৩৮)স্বামী মনির হোসেন ঢাকা মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় সুত্রে জানাযায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গুদারা ঘাটে ৪/৫ মাস পূর্বে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সোহরাব ও শাহজালাল দের মধ্যে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত ব্যাপারে আপস মীমাংসা হয়।সোহরাবের লোকজন নিয়ে বিরোধ পূর্ণ অনাবাদি জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে শাহজালাল এর লোকজন অতর্কিতভাবে হামলা করে এ ঘটনায় উভয়পক্ষের ৬/৭ জন লোক গুরুতর আহত হয়।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।