মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।নিহতরা হলেন,মোটরসাইকেলের চালক মেহেদী হাসান।সে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অপরজন মোটরসাইকেলের আরোহী মো:মুন্না একই গ্রামের আ:মান্নানের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (৪জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যে বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মোটরসাইকেলটি কুমিল্লা অভিমুখী ছিলো।এ সময় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে সড়কে দাড়ানো অজ্ঞাতনামা একটি বাসের পিছনে মটর সাইকেলটি ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহী।এসময় ঘটনার স্থলে চালকের মৃত্যু হয়।অপরজন’কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।যান চলাচল স্বাভাবিক রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন