
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের গফরগাঁওয়ের কৃতি সন্তান, বীর ফায়ার ফাইটার মোঃ নুরুল হুদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবার’কে সান্ত্বনা দিতে আজ উনার বাড়িতে যান গফরগাঁও উপজেলার মা মাটি গণমানুষের নেতা জননেতা জনাব মুশফিকুর রহমান।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং অবশেষে মৃত্যুবরণ করেছেন।
তাঁর এই আত্মত্যাগ আমাদের গভীরভাবে শোকাহত করেছে। উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দেশ ও মানুষের সেবায় তাঁর এই নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।