
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের স্বাস্থ্য সহকারীরা।রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।এর ফলে আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা বলেন,নিয়োগবিধি সংশোধন,শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোজন,১৪তম গ্রেড প্রদান,ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান-এই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম তালুকদার,মঞ্জু আক্তার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক জহির উদ্দিন মিয়া,যশোদা রানী পাল,আইরিন পারভিন,রুপমালা মণ্ডল, বিল্লাল হোসেন,হামিদ খান,স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ মো: কাদের,মাহাবুবুর রহমান,সোহেল শেখ,জহিরুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলবে।