
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদরের রমজানবেগ এলাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার রাহিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার দুপুরে এই নৃশংস হামলাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরের দিকে রাহিদ ও তার ছোট ভাই নানীকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রমজানবেগ এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে রাহিদ ও তার ভাইকে বেধড়ক মারধর করে।এতে দু’জনই গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহিদ সাংবাদিকদের জানান,আমার ছোট মামার সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কিছুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল।সেই বিরোধের জের ধরে আজ তারা পরিকল্পিতভাবে আমার নানী বাড়িতে তাদের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে । আমরা নানী বাসা থেকে হাসপাতালে আনার সময় স্বাধীনের নেতৃত্বে একটি দল আমাদের ওপর হামলা করে।এতে আমি ও আমার ছোট ভাই গুরুতর আহত হই।রাহিদের পরিবার এ ঘটনায় ত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানান।