
মো: ফাহাদ আল-আবিদ, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন’কে থানায় ডেকে নিয়ে একটি কারখানার অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীপুর থানায়।
এতে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করেছে। সড়কের কয়েকটি পয়েন্ট টায়ারে আগুন জ্বালিয়ে গ্রেপ্তার চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ জনতারা ও নেতাকর্মীরা। ১৫’ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা অবরোধ করে রেখেছে শত শত জনতা। গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের পর পর দুবার নৌকা মার্কার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ জামান জানান, ফরচুন গ্রুপের কেয়ারটেকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানসহ কয়েকজনের নামে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ দেওয়ার কারণে চেয়ারম্যানকে আটক করা হয়েছে।