মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।গতকাল রবিবার বিকেলে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে ওই মহাসড়কের ঢালের ঝোপে পাওয়া যায় কঙ্কালটি।
স্থানীয় লোকজন জানিয়েছেন, কয়েক দিন ধরে সেখান থেকে পচা গন্ধ ছড়াচ্ছিল।তারা ভেবেছিলেন,কোনো প্রাণীর মরদেহে পচন ধরেছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ও শনিবার উপজেলার মৌচাক ও ফুলবাড়িয়া ইউনিয়নের তিনটি জায়গা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানা সূত্র জানায়,সংবাদ পেয়ে দুপুর ৩টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের ২০ গজ দক্ষিণে মহাসড়কের ঢাল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।শুরুতে মাথার খুলি ও কয়েকটি হাড় পাওয়া যায়।পরে ঝোপ সরিয়ে পাওয়া যায় আরও কিছু হাড়। কঙ্কালের পাশে একটি শার্ট ও মশারি পাওয়া গেছে।স্থানীয় লোকজন জানায়, বেশ কিছুদিন আগে তারা তীব্র গন্ধ পেয়েছিলেন।মৃত কুকুর বা শিয়ালের গন্ধ হিসেবে ধারণা করছিলেন।তবে বাসষ্ট্যান্ডের এত কাছে মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ায় তারা বিস্মিত।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন,লাশের পরিচয় শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।