
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত ধর্ষণ মামলার ১ আসামী সহ জিআর গ্রেপ্তারি পরোনাভুক্ত ৪ জন ও নিয়মিত মামলার ১ জন সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
২ই শনিবার রাত উপজেলার বিভিন্ন স্থানে শ্রীবরদীর জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই মাইনুল রেজা, এসআই আখতারুজ্জামান, এএসআই মোতাহার হোসেন সঙ্গীয় থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী কে রাতে কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়া না ভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১ জন সহ ৬ জন কে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে তাদের সোপদ করা হয়েছে।