এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের ঝুঁলগাও এলাকায় গড়ে ওঠা মায়ের মাজারের ২ দিন ব্যাপী ১০ম ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ই মার্চ রবিবার বিকেল থেকে পরদিন সোমবার পযন্ত অনুষ্ঠিত হয় মায়ের মাজারের বার্ষিক ওরস মাহফিল। রবিবার সকাল থেকেই মাজারের ভক্ত অনুসারী দল বেঁধে মাজার শরীফে আসতে থাকে। ওরস উপলক্ষে মাজার চত্বরে বসে মেলা। ভক্তদের পদচারণায় ভরে ওঠে মাজার প্রাঙ্গন। রবিবার রাতে মিলাদ মাহফিল, আধ্যাত্মিক গান , তবারক বিতরণ ও সামাকাওয়ালী অনুষ্ঠিত হয়। মাজারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য মো জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে বাষিক ওরস মাহফিলের শুভ উদ্বোধন করেন।
এ সময় ২১ শতকের বাংলাদেশ প্রামাণ্য চিত্রের পরিচালক সীমান্ত জনপদের কৃতি সন্তান মমিনুর রশীদ মিল্লাত, শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দল্লাহ রানা, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী থানার এসআই আনোয়ারুল ইসলাম, কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজামান মেম্বার, শ্রমিক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম লালু, সাংবাদিক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এসডি সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্য লেংটা সুমন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মুক্তার হোসেন দন্ত চিকিৎসক।
মায়ের মাজারের খাদেম ফিরোজ পাগলা মায়ের মাজারের ভক্ত মোতালেব পাগলা, রফিক মাস্টার , তুহিন তালুকদার, মিলন ঠাকুর, মজিবর মেম্বার, শালু পাগলা সহ ২ হাজার ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন।