সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপমারা ইউপির চকরহিমাপুর তালিমুননেসা ক্বওমী মহিলা মাদ্রাসার উন্নয়নকল্পে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) মাদ্রাসা সংলগ্ন উত্তরপাড়া ঈদগাহ মাঠে সন্ধ্যা থেকে মাঝ রাত পর্যন্ত স্থানীয় ধর্মপ্রাণ নারী ও পুরুষ ভিন্ন ভিন্ন স্থান থেকে কোরআন থেকে মূল্যবান তাফসির শ্রবণ করেন।
চকরহিমাপুর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি সাংবাদিক শাহ আলম সরকার সাজুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাফসির করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন, ঢাকার আদর্শপাড়া বায়তুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. ইউসুফ আলী সিরাজী।
মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন, ঢাকার গাজীপুর জেলার খাজা ময়নুদ্দিন চিশতী (রা.) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওঃ মো. আমিরুল ইসলাম সিরাজী এবং তৃতীয় বক্তা ছিলেন ক্বারী মাওঃ মো. আল-আমিন তাড়াশি নাটোর। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফছির করেন।
চকরহিমাপুর তালিমুননেসা ক্বওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন প্রধান মেহমান পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, প্রধান উপদেষ্টা সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, বিশেষ অতিথি এম.এ মতিন মোল্লা, এমপির ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান মণ্ডল প্রমুখ।