মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার আবাসিক ও দুটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৬ মার্চ)সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকা থেকে অভিযান চালিয়ে গজারিয়া উপজেলার অন্তত ৮টি গ্রামের অবৈধ আবাসিক ও দুটি লোহার ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় গ্যাস সংযোগে ব্যবহৃত ১১ কিলোমিটার এলাকার পাইপ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন.এম. আবদুল্লাহ আল-মামুন।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হারুনুর রশীদ মোল্লাহ্।এসময় তিনি বলেন, গজারিয়ায় বৈধ গ্রাহকের চেয়ে অবৈধ গ্রাহক সংখ্যা দ্বিগুণ। বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিলেন।এতে সরকার প্রতি মাসে কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন,অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।এরই অংশ হিসেবে শনিবার গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ১১কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো।যার মাধ্যমে প্রায় সাড়ে ৩হাজার অবৈধ আবাসিক সংযোগ,দুটি লোহার ঢালাই কারখানা সংযোগ চলতো।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম,মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান,সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক(মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।