মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুরের দুদকের করা মামলায় রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের সাবেক ষ্টোর কিপার হামিদুর রহমানকে ৩ বছরের কারাদন্ড ৭ লাখ ৪০ হাজার ৭শ ৪৫ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে দূর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত থাকলেও রায়ের সময় পালিয়ে যায়। বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।
এ মামলা জানা গেছে, আসামী হামিদুর রহমান রংপুরে কর্মরত থাকা কালে অবৈধ ভাবে জ্ঞাত আয়বর্হিভুত নিজের ও স্ত্রীর নামে কোটি টাকারও বেশী অবৈধ সম্পদ অর্জন করেন। নগরীতে তিন তলা আলীশান বাড়ি, বেশ কয়েকটি প্লট সহ নওগা জেলায় বিপুল পরিমান আবাদী জমি ক্রয় করে অবৈধ সম্পদের মালিক হন।
দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি হারুন উর রশীদ জানান, আসামী আদালতে হাজিরা প্রদান করে আদালতে উপস্থিত ছিলো। রায় ঘোষনার আগে আদালত থেকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় রংপুর দুদকের উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালের ২৭ জালাই দুদক আইনে মামলা করেন।