বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তারের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হিটলারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল মুখারেজ খোকন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রমুখ।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার বলেন,বকশীগঞ্জ উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর জাতীয় পার্টির প্রার্থী একবার বিএনপির প্রার্থী ৪বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থাকলেও নিজেদের মধ্যে গ্রুপিং থাকার কারণে আওয়ামীলীগের প্রার্থী একবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই তাই আসন্ন বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে নিজেদের মধ্যে সকল গ্রুপিং এবং দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই আমাকে যদি যোগ্য প্রার্থী মনে করেন আমাকেই সমর্থন দিবেন আর আমাকে যদি যোগ্য মনে না হয় আওয়ামী লীগের মধ্যে যাকেই যোগ্য মনে করেন তাকেই সমর্থন দিবেন এবং তার পক্ষেই কাজ করবেন মনে রাখবেন এবার উপজেলা নির্বাচনে ভোটের মাধ্যমেই আওয়ামীলীগের প্রার্থীকেই বিজয়ী করতে হবে।
সে সময় ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার নিলক্ষিয়া ইউনিয়নের ৩বারের সফল চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদের সহোদর ছোট ভাই।