বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন এমপি নূর মোহাম্মদ ।
বুধবার (২৭মার্চ) এনএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাবেক পৌর মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমা্ন,জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিলা সারোয়ার,বাংলাদেশ শিক্ষক সমিতি বকশীগঞ্জ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম,এনএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নূর মোহাম্মদ বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর , ৫৩ বছর পরেও বকশীগঞ্জে শিক্ষার মান উন্নয়ন করার জন্য মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করতে হয়! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশকে স্মার্ট দেশ করতে চান । স্মার্ট বাংলাদেশ করতে হলে প্রথমে criterion education প্রয়োজন । তিনি আরো বলেন আমাদের বকশীগঞ্জে শিক্ষারমান একেবারেই নিম্ন আগামীতে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সবাইকে চেষ্টা করতে হবে ।
সে সময় বকশীগঞ্জ উপজেলাধীন সকল মাধ্যমিক শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।