মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
মাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখের সাথে মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদ ও চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ সচিব বলেন, মা ও শিশু হাসপাতাল বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। এটি বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত হাসপাতালগুলোর জন্য একটি রোল মডেল হতে পারে। তিনি বলেন , জনকল্যাণ ও স্বাস্থ্য সেবায় আপনারা এই অঞ্চলে বিরাট ভূমিকা পালন করছেন। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা দেশ ব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সচিব আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা, জনকল্যাণ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সেবায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজের পরিধি অনেক ব্যাপক।