
মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালি দারুল উলুম বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে বদলি পরীক্ষা দিতে এসে ৩ ছাত্র গ্রেফতার হয়েছে।
জানা গেছে দক্ষিণ শ্রীপুর শখের বাজার দাখিল মাদ্রাসার ছাত্র ১, মোঃ মমিনুল ইসলাম, পিতা- খোকা মিয়া, রোল নং- ১৭৫৪৮৬। ২, মোঃ ছামিউল ইসলাম,পিতা- আব্দুল মান্নান, রোল নং- ১৭৫৪৮৭। ৩, মোঃ সাগর মিয়া,পিতা- রাজা মিয়া, রোল নং- ১৭৫৪৮৮। উক্ত ছাত্রের বদলি পরীক্ষার জন্য আসেন ১, মোঃ নাজমুল হুদা, পিতা মোঃ আলম মিয়া। ২, মোঃ শিপন, পিতা মোঃ আবুল কালাম। ৩, মোঃ অমিত হাসান,পিতা মোঃ নয়া মিয়া।কেন্দ্রর রুম নং – ০৪।
রংপুর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক পরিদর্শক মোশারফ হোসেন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, সহ উপজেলা শিক্ষা অফিসারদ্বয় উক্ত বদলি ছাত্রদেরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব হারুন অর রশিদ জানান গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।