মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নে আলহাজ্ব মো: রমিজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগ কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব, অসহায় খেটে খাওয়া প্রায় ৫শত মানুষের মাঝে এই কম্বল বিতরণ কর্যক্রম চলে। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফরাজী, আনিছুর রহমান সরকার, মিন্টু খন্দকার প্রমুখ।