রিয়াজুল হক সাগর:
শিশুর মনে একটি কথা আমি বড় হবো কবে?
দেশের জন্য কাজ করিবো দেখবে এবার সবে।
অনেক দিনের স্বপ্ন শিশুর কবে পূরুণ হবে?
লেখা পড়ায় ভালো কাজে কখন সময় দিবে।
শিশুর মনে অনেক প্রশ্ন শুধুই দোল খায়,
ভালো কাজে সকল শিশুর মনে শক্তি পায়।