মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গজারিয়া উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে নানা প্রকারের ফলজ গাছের চারা রোপন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলাধীন একাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে আম, জাম, কাঠাল ও পেয়ারাসহ একাধিক ফলজ গাছের চারা রোপন কর্মসূচি পালিত হয়। ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মুকবুল হোসেনের সভাপতিত্বে প্রথম পর্যায়ে ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি প্রকৌশলী মামুনুর রশিদের উপস্থিতিতে একাধিক ফলজ গাছের চারা রোপন করা হয়।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, লোকমান হোসেন সরকার, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ওয়াসিম উদ্দিন, বরশ চন্দ্র মধু প্রমুখ।
কর্মসূচির দ্বিতীয় ধাপে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিঞা, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা কমিটি,আরও উপস্থিত ছিলেন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সদস্য মোঃ শেখ নজরুল ইসলাম,মোঃ রুহুল আমিন, শেখ সাহাবুদ্দিন প্রমুখ।