সাজাদুর রহমান সাজু , গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা জি এম কাদের এমপির ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার সন্ধ্যায় স্থানীয় আর রহমান কমিউনিটি সেন্টারে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির, নবনির্বাচিত সভাপতি সরওয়ার হোসেন শাহীন। এ সময় বক্তর্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, হাসান কবীর তোতা, ডা.জহুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, মিঠুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ আব্দুস সামাদ সরকার, জাহাঙ্গীর আলম মন্ডলসহ জেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা এবং জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।