মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ “জব শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি বাস দিয়ে মাঝরাস্তায় বাস এর চাকা পাংচার হয়ে গেলো ”
“২০মিনিট বসে থাকার পরে ও হেল্পার কিছু করতে পারলোনা বাধ্য হয়ে বাস তেকে নেমে হাঁটতে শুরু করলাম ”
“হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেক এর কাছে যখন আসলাম তখন দেখি জায়গা টা প্রচুর নীরব শুনশান রাস্তা একদম ফাঁকা হয়ে আছে ”
“কিছুদূর যাওয়ার পরে দেখি একটা মেয়ে হেটে যাচ্ছে আর পিছন দিক দিয়ে দুটো ছেলে মেয়েটা কে উত্তপ্ত করছে ”
“আমি একটু তাড়াতাড়ি হেটে গিয়ে ওদের বললাম এই যে ভাইয়া তোমাদের সমস্যা কী বাসায় কী মা বোন নাই রাস্তায় একা পেয়ে মেয়েটাকে উত্তপ্ত করছো ”
“তো ছেলে দুইটা বলতে শুরু করলো তুই কী ওর ভাই লাগিস নাকি যে তোকে কৈফিয়ত দিতে হবে”
“আমি বললাম ভাই লাগি না কিন্তু ভাই হতে কতক্ষন ভালো ভাবে বলছি নিজের রাস্তা দেখ ঘরে ফিরে যা নাহলে ”
“ছেলে দুইটা বলতে শুরু করলো না হলে কী করবি মা’র’বি, এই বলে গায়ে হাত দিতে শুরু করলো, “তখন রাগে ওদের সাথে হাতাহাতি হলো নাক মুখ হাত এর কিছু জায়গায় চা’ম’ড়া উঠে গেলো ”
আর ওরা চলে গেলো শাসিয়ে গেলো পরে আমাকে দেখে নিবে ”
– আমি বললাম যা পারিস করিস তখন ওই মেয়েটা বলতে শুরু করলো ভাইয়া আপনার তো অনেক জায়গায় মেডিসিন লাগানো দরকার চামড়া উঠে গেছে ”
“হুম আর এই রাতের বেলা তুমি এই রাস্তায় একা কেনো ”
“মেয়েটা বলতে শুরু করলো আমার তো বাবা নেই ভাই ও নেই ৩টা টিউশনি করিয়ে ফ্যামিলি চালাতে হয় তাই আজ একটু বেশি দেরি হয়ে গেছে ”
“তো মেয়েটা কে বললাম তোমার বাসা কই মেয়েটা বললো ভাইয়া আমার বাসা ধানমন্ডি জিগাতলা ”
“চলো তোমাকে বাসায় দিয়ে আসি তো মেয়েটাকে বাসায় পোঁছে দিয়ে যখন আসতে যাবো ”
“একটু এসে পড়ছি মেয়ে টা বলতেসে এই যে ভাইয়া ভাইয়া দৌড়ে এসে হাতের কাঁটা জায়গা তে সেবলন লাগিয়ে দিলো”
” বললো আজ তেকে আপনি আমার ভাইয়া আমার তো ভাইয়া নাই ভাইয়া তাকলে হয়তো আজ আপনি যা করছেন তা আমার ভাই করতো”
” ভাইয়া আপনার নাম কী….?
আমার নাম তিশান আর আর এই নাও আমার নাম্বার ০১৭******৩৮ কোনো সমস্যা তে পড়লে এই ভাই কে স্মরণ করো হেল্প করার চেষ্টা করবো এই বলে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম…!!
“তো সবশেষে এটাই বলবো আজকাল এরকম গটনা প্রতিনিয়ত হচ্ছে অনেক মধ্যবিত ফ্যামিলির মেয়েরা আছে যাদের বড় ভাই নেই বা বাবা নেই টিউশনি করে নিজেদের ফ্যামিলি চালায়”
“ছেলেদের উদ্দেশ্য করে এটাই বলবো রাস্তাঘাটে মেয়েদের উত্তপ্ত না করি”
” আজ আপনি যা করবেন কোনো একদিন সেটা আপনার বোনের উপর ঘটবে”
– প্রকৃতি কাউকে ক্ষমা করেনা নিয়তির খেলায় ভাগ্যক্রমে যেটা অন্যের সাথে করা হয় সেটা নিজের উপরে ফিরে আসে” ভালো হলে ভালো খারাপ হলে খারাপ,
– নারীদের সম্মান করতে শিখি নারীরা মায়ের জাত রেস্পেক্ট women,
রেস্পেক্ট
লেখা_মো: রাজু মিয়া