এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবসায়িক সমবায় সমিত বার্ষিক নির্বাচনে প্রচারে অসমর্থনে এগিয়ে আছেন চাকা মার্কা সোবালী।
তিনি বলেন, এর আগেও আমি বিনা প্রতিদ্বন্দ্বীতে দুইবার সফল সহ সভাপতি ছিলাম । আশা করি এবারও আমি সহ সভাপতি পদে নির্বাচন করতেছি ।এই সমিতির যত সদস্য আছে তারা প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে।
কারণ এই সংগঠনটা আমার নিজের হাতে তৈরি করা । তাই আমি আশা করি নির্বাচনে প্রচারণা অসমর্থনে ও বোঝা যায় বিজয় লাভ করব ইনশাল্লাহ । বিজয়ের সততা ১০০% সুনিশ্চিত।
এই সময় সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউসুফ আলী, শাহিন মিয়া, আমিনুল ইসলাম, লালচান ফকির, মিয়া শাহ আলম, শুকুর আলী আরো অনেকেই প্রমোখ।