মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ সোমবার (১৮ মার্চ) বিকেলে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার ও সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ। শেখ শরিফুল ইসলাম বর্তমানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এরা আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা রিটার্নিং অফিসার ও সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ জানান, নির্বাচনী তফসীল ঘোষিত মোতাবেক মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিলো গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি এবং জমাদানের তারিখ ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি।সভাপতি প্রার্থী হিসাবে একমাত্র তিনি মনোনয়নপত্র জমা দেন।
গত ২৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ শরিফুল ইসলাম বেসরকারি ভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়।