মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইলে “একতা ফাউন্ডেশন”-এর উদ্যোগে ও স্থানীয় যুব সমাজের সহায়তায় একদিনব্যাপী একটি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত উপজেলার বাসাইল খেলার মাঠে এ ক্যাম্পে এলাকার প্রায় ৫০০ গরিব,অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা,পরামর্শ ও ওষুধ সরবরাহ করেন।
এই মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেছে ডিমার্চ ফাউন্ডেশন এবং নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল, নিমতলা।
একতা ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান,সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।ভবিষ্যতেও তারা এমন কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তারা।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,এ ধরনের ক্যাম্প আরও আয়োজন করা প্রয়োজন,যাতে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন।